পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সম্পর্কে ব্রিফ করেছে বিএনপি। গতকাল (সোমবার) বিকেল সোয়া ৪টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক বৈঠকে বিএনপির নেতারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, খালেদা জিয়ার স্বাস্থ্য ও মামলার অবস্থা, নির্বাচনী পরিবেশসহ সার্বিক বিষয়ে ব্রিফ করেন। ঘণ্টাব্যাপী এ বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক‚টনীতিকদের অবহিত করা হয়। তবে বৈঠক শেষে সংবাদমাধ্যমের সঙ্গে বিএনপির নেতারা কথা বলেননি। কূটনীতিকদের পক্ষ থেকেও কোনো ব্রিফ করা হয়নি। বৈঠকে তুরস্ক, নরওয়ে, অস্টেলিয়া, স্পেন, জাপান, চীন, ইইউ, মরক্কো, সুইডেন, ভ্যাটিকান সিটি, সুইজারল্যান্ড, জার্মানি, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, ইউএনডিপিসহ অন্তত ৩০টি দেশ ও সংস্থার কূটনীতিক এই বৈঠকে অংশ নেন।
বিএনপির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস-চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, বিএনপি নেতা মীর হেলাল, জেবা খান, শামা ওবায়েদ, ব্যারিস্টার রুমিন ফারহানা, অ্যাডভোকেট ফাহিমা মুন্নি প্রমূখ।#
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।