Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির ১১ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

বিএনপির সাবেক ১১ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। গতকাল (সোমবার) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করার প্রেক্ষিতে এসব নেতাকে পুনরায় দলে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন- স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আলমগীর কবির, নির্বাহী কমিটির সাবেক সদস্য ও সাবেক হুইপ আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান, রেড ক্রিসেন্টের সাবেক চেয়ারম্যান ও সবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল, চাঁদপুর জেলার সাবেক সভাপতি এস এ সুলতান টিটু, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল ইসলাম তৃপ্তি, টাঙ্গাইলের বাশাইল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এনামুল করিম অটল, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ আবদুল মান্নান, ফেনীর সোনাগাজী উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ পারভেজ, জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রউফ তালুকদার এবং সাধারণ সম্পাদক মোঃ মানিক সওদাগরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। দলীয় গঠনতন্ত্রের ধারা মোতাবেক তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ