Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিয়াজুল হান্নানের বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ

গাজীপুর-৪

কাপাসিয়া (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেঃ (অবঃ) আ.স.ম. হান্নান শাহ্’র পুত্র শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ গাজীপুর-৪, কাপাসিয়া আসনের জন্য বিএনপি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গতকাল দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন কাপাসিয়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন শিশির এবং প্রয়াত হান্নান শাহ্’র সাবেক এপিএস মমতাজ উদ্দিন। এসময় সাথে ছিলেন ঢাকা গ্লাস এন্ড সিরামিক কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান প্রমূখ।
এদিকে শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহের খবরে নিজ এলাকা গাজীপুরের কাপাসিয়ায় দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। দলীয় তৃণমূল নেতা-কর্মীদের দাবী কাপাসিয়ার উন্নয়নের রূপকার, ১/১১ ও মাইনাস-২ ফর্মূলাকে ব্যর্থ করে দেয়ার নেতৃত্বদানকারী প্রয়াত নেতা ব্রিগেডিয়ার হান্নান শাহ্’র প্রতি দীর্ঘ দিনের ঋণ শোধ করার এটাই সময়। তাঁর আমৃত্যু সুদীর্ঘ কালের নিরবচ্ছিন্ন নেতৃত্বের কারনে বিএনপির সকল পর্যায়ের নেতৃত্ব শক্তিশালী হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটাররা যদি নির্বিঘে তাদের ভোট প্রদান করতে পারে তাহলে রিয়াজুল হান্নান রিয়াজের বিজয় সু-নিশ্চিত বলে তারা আশাবাদী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপির মনোনয়ন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ