রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোর জেলা সংবাদদাতা
নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৭টি ইউনিয়নে বিএনপির দলীয় এককপ্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে। গত রোববার বনপাড়ায় উপজেলা বিএনপির কার্যালয়ে প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়নপত্র তুলে দেয়া হয়। তবে উপজেলায় দলের একমাত্র বর্তমান চেয়ারম্যান জোনাইল ইউনিয়নের রাশেদুল ইসলাম রাসেলকে মনোনয়ন দেয়া হয়নি। দলীয় সূত্রে জানা যায়, উপজেলার ১নং জোয়াড়ি ইউনিয়নে বিএনপি নেতা আলী আকবর, ২নং বড়াইগ্রাম ইউনিয়নে রেজাউল করিম রেজা, ৩নং জোনাইল ইউনিয়নে আজিজুর রহমান, ৪নং নগর ইউনিয়নে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হজরত আলী, ৫নং মাঝগাঁও ইউনিয়নে উপজেলা বিএনপির সাংগঠণিক সম্পাদক অধ্যাপক আব্দুল আলিম, ৬নং গোপালপুর ইউনিয়নে নাহারুল ইসলাম, এবং ৭নং চান্দাই ইউনিয়নে হাবিবুর রহমানকে মনোনয়ন দেয়া হয়েছে। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া জানান, তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের মতামত ও আভ্যন্তরীণ জরিপের আলোকে প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে। দলের বৃহত্তর স্বার্থে যেখানে যাকে মনোনয়ন দেয়া হয়েছে নেতাকর্মীরা তাদের পক্ষে মাঠে থাকবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।