প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
লাক্স সুপারস্টার প্রতিযোগিতার প্রথম চ্যাম্পিয়ন অভিনেত্রী শানারেই দেবী শানু তার প্রথম অভিনীত সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার অভিনীত প্রশত সিনেমার নাম ‘মিস্টার বাংলাদেশ’। এটি নির্মাণ করেছেন আবু আক্তারুল ইমাম। সিনেমাটির মূল প্রতিপাদ্য বিষয় সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ। সিনেমার গল্পে শানুকে রোহিঙ্গা ক্যাম্পের একজন ডাক্তারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। আগামী ১৬ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। সিনেমাটির প্রচারে শানু বিভিন্ন টিভি ও রেডিও চ্যানেলে, বিভিন্ন পত্রিকা অফিসে, নিউজ পোর্টালের অফিস’সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রচারণায় ছুটে বেড়াচ্ছেন তিনি। সকাল থেকে রাত পর্যন্ত তিনি প্রচারণা নিয়ে ব্যস্ত। শানু বলেন, ‘যেহেতু মিস্টার বাংলাদেশ আমার প্রথম সিনেমা তাই সিনেমাটির মুক্তির জন্য অপেক্ষা করছি। নিজেকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে আছি। প্রথম যেকোন কিছুর প্রতি মানুষের ভালোলাগা, ভালোবাসা থাকে একটু অন্যরকম। যেমন প্রথম প্রেম, প্রথম সন্তান এসব বিষয়ে অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। আমার প্রথম কবিতার বই নীল ফড়িং-এর কাব্য প্রকাশের আগেও আমার এমন অনুভূতি হয়েছিল। প্রথম সিনেমা মিস্টার বাংলাদেশের ক্ষেত্রেও সেই ভালোলাগা, ভালোবাসা কাজ করছে। খুব চমৎকার একটি সিনেমা হয়েছে। দর্শকের কাছে অনুরোধ থাকবে আপনারা হলে গিয়ে সিনেমাটি উপভোগ করবেন।’ ‘মিস্টার বাংলাদেশ’ পরিবেশনায় আছে ‘জাজ মাল্টিমিডিয়া’। তবে কতোগুলো হলে মুক্তি পাবে তা এখনো চুড়ান্ত হয়নি। এদিক শানারেই দেবী শানু অভিনীত ‘সাত ভাই চম্পা’ ধারাবাহিকটি চ্যানেল আইতে নিয়মিত প্রচার হচ্ছে। বিটিভিতে প্রচারের জন্য জুয়েল শরীফের নির্দেশনায় স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ধারাবাহিক নাটক ‘আলীর অষ্টখণ্ড’সহ সাগর জাহানের নতুন ধারাবাহিক ‘সোনার খাঁচা’র কাজ করছেন শানু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।