Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছয় বছর পর বাংলাদেশে গাইলেন কুমার শানু

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৯ মে, ২০২২, ১২:০৪ এএম

১৯৮৫ সালে বাংলাদেশের ‘তিন কন্যা’ সিনেমার টাইটেল গান ‘তিন কন্যা এক ছবি’ দিয়ে প্লেব্যাকে অভিষেক হয় ভারতের প্রখ্যাত সঙ্গীতশিল্পী কুমার শানুর। এরপর বলিউডে তাঁর কণ্ঠে কয়েক শ গান জনপ্রিয়তা পায়। বলিউডে ব্যস্ততার কারণে বাংলাদেশের সিনেমায় সেভাবে সময় দিতে পারেননি। তবে মাঝে মাঝে সময় পেলেই গেয়েছেন। সম্প্রতি প্রায় ৬ বছর পর বাংলাদেশের জন্য কোনো গান গেয়েছেন তিনি। ‘চল আরো একবার’ শিরোনামের গানটির কথা, সুর এবং সঙ্গীত করেছেন পল্লব গৌতম। কুমার শানুর সাথে গেয়েছেন বাংলাদেশের সঙ্গীতশিল্পী সারিতা রাহাত। গানটির একটি চমৎকার মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন এম এইচ রিজভী। শুটিং হয়েছে ভারতের হিমাচল প্রদেশের মানালিতে। কুমার শানু জানান, গানটি খুবই রোমান্টিক। গানটি শুনলে শ্রোতারা নব্বই দশকের কুমার শানুকে খুঁজে পাবেন। মিউজিক ভিডিওর নির্মাতা রিজভী বলেন, কুমার শানু আমার প্রিয় শিল্পী। আমি চেষ্টা করেছি, তার জাদুকরী কণ্ঠটি ভিডিওতে ফুটিয়ে তুলতে। আশা করছি, গানটি শ্রোতাদের মন জয় করে নেবে। মিউজিক ভিডিওতে পারফর্ম করেছেন প্রিয়াঙ্কা মুখার্জি ও রিজভী। এতে কুমার শানুও রয়েছেন। কোরিওগ্রাফি করেছেন সুভাশীষ। ইতোমধ্যে গানটি প্রযোজনা প্রতিষ্ঠান আরটিভি মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুমার শানু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ