পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু শুরু করেছে জাতীয় পার্টি। রোববার সকালে গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে মনোনয়ন ফরম বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ।
এ সময় তিনি বলেন, নির্বাচনী যাত্রা শুরু হয়েছে, জয়ের মধ্য দিয়ে তা শেষ হবে। মানুষ আমাদের ভোট দিতে চায়। আমরা একসঙ্গে লড়াই করব। আগামী দিনে জাতীয় পার্টি রাষ্ট্রক্ষমতায় আসবে।
নির্বাচনে তিনটি আসনে মনোনয়নপত্র কিনেছেন এরশাদ। ঢাকা-১৭, রংপুর-৩ ও সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নপত্র কেনেন তিনি।
আগামী বুধবার পর্যন্ত একটানা মনোনয়নপত্র বিক্রি করবে জাতীয় পার্টি। ফরমের দাম রাখা হয়েছে ৩০ হাজার টাকা। পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ দলের শীর্ষ নেতারা মনোনয়ন ফরম বিক্রির সময় উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।