Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহবাগে বিএনপির মিছিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

তফসিল ঘোষণার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। গতকাল (শনিবার) দুপুর দেড়টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি ও তারেক রহমানের সাজা এবং নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার প্রতিবাদে ঢাকা জেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শাহবাগ মোড় থেকে শেরাটন পর্যন্ত একটি বিক্ষোভ বের করে। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় মিছিলে ঢাকা জেলা বিএনপিসাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক এবং ছাত্রদল সহ-সম্পাদক সঞ্জয় কুমার দে’সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণাকে একতরফা দাবি করে তা বাতিলের দাবি জানিয়েছে ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ লেবার পার্টি। দলটির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা আবারও ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একটি একতরফা ভোটারবহীন পাতানো নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। আজ্ঞাবহ মেরুদন্ডহীন দলকানা বির্তকিত নির্বাচন কমিশনকে দিয়ে প্রহসনের নির্বাচন জনগণ মেনে নেবে না। সরকার বিরোধী রাজনৈতিক দলসমূহ ও সুশীল সমাজের দাবীকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে একতরফা নির্বানের যে তফসিল ঘোষণা করেছে তাতে দেশে সংঘাত ও সংর্ঘষের রাজনীতিকে সরকার উসকে দিয়েছে। গতকাল সকালে দলটির কার্যালয়ে নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যানদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
সভায় লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, সিনিয়র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান মোসলেম উদ্দিন, মোঃ আলাউদ্দিন আলী, মাহবুবুর রহমান খালেদ, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, জহুরুল হক জহির, আমিনুল ইসলাম আমিন, এস এম ইউসুফ আলী ও তানভির হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ