Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘পলিথিন ও আবর্জনামুক্ত করতে চাই নগরীকে’

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, আগামী বছরের জানুয়ারি মাসের শুরুতে রাজশাহীকে ময়লা-আবর্জনা ও পলিথিন মুক্ত শহর হিসেবে ঘোষণা করতে চাই। সে লক্ষে আমরা কাজ করে যাচ্ছি, আমাদের কার্যক্রম চলছে। গতকাল সকালে নগরীর লক্ষীপুর মোড়ে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আপনারা সবাই সহযোগিতা না করলে শহর পরিষ্কার-পরিচ্ছন্ন, ঝকঝকে তককতে রাখা সম্ভব নয়। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রথমধাপে ১২ হাজার ডাস্টবিন বিনামূল্যে ব্যবসায়ী ও দোকানদারদের বিতরণ করা হবে। আপনারা আপনাদের ময়লা-আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে সংরক্ষণ করবেন। সিটি কর্পোরেশনের কর্মীরা সেগুলো নিয়ে চলে যাবে। রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। ডাস্টবিন বিতরণের আগে লক্ষীপুর মোড়ের বিভিন্ন ওষুধ দোকানী এবং ফুটপাতের ব্যবসায়ীদর ময়লা-আবর্জন ডাস্টবিনে সংরক্ষণের জন্য আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের তিন প্যানেল মেয়রসহ কাউন্সিলরবৃন্দ, রাসিকের পরিচ্ছন্ন বিভাগের প্রধান কর্মকর্তা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পলিথিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ