Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

সাতক্ষীরায় পলিথিন বহন করার দায়ে হানিফ পরিবহন সুপারভাইজারের কারাদন্ড

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৯, ৩:৫৩ পিএম

সাতক্ষীরায় পলিথিন ব্যাগ বহন করার দায়ে হানিফ পরিবহনের সুপারভাইজার আবুল কালামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনি যশোরের কেশবপুর থানার কন্দপুর গ্রামের মৃত গোলাম রহমান গাজীর ছেলে।
শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১২টায় র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের এ.এস.পি শাহীনুর রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বিনেরপোতা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ঢাকা হতে সাতক্ষীরাগামী হানিফ পরিবহন তল্লাশি করে বাণিজ্যিক উদ্দেশ্যে নিয়ে আসা প্রায় ২০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়। পরে পরিবহনের সুপারভাইজার আবুল কালামকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ধারা লংঘন করায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্যা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ