Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

পলিথিন উৎপাদন কারখানায় অভিযান ৩ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ উৎপাদন কারখানায় পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা ও ৬ লাখ টাকার মালামাল জব্দ করেছে। পরিবেশ দ‚ষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল পরিবেশ অধিদপ্তর এ অভিযান চালিয়েছে।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ রাজধানীর কামালবাগ, প‚র্ব ইসলামবাগ, চকবাজার এলাকায় অবস্থিত নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনকারী ২টি অবৈধ কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ছয় হাজার কেজি পলিথিন সামগ্রি জব্দ করা হয়। যার অনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা। নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট শাখা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় পলিথিন উৎপাদন, মজুদ ও বাজারজাতকরনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। গতকাল কামালবাগ, প‚র্বইসলামবাগ, ঢাকায় অবস্থিত আবদুল্লাহ প্যাকেজিং এবং অন্য একটি নামবিহীন কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ মোবাইল কোর্টে আবদুল্লাহ প্যাকেজিং কে দুই লাখ টাকা এবং অপর নামবিহীন কারখানার ম্যানেজারকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লালবাগের সহযোগিতায় কারখানা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পলিথিন উৎপাদন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ