Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

জর্ডানে বন্যায় নিহত ১০

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম | আপডেট : ১২:১৪ এএম, ১১ নভেম্বর, ২০১৮

জর্ডানের একাধিক শহরে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার সংবাদমাধ্যমে সিএনএন এ তথ্য জানায়। শুক্রবার দেশটির প্রাচীন শহর পেত্রা থেকে প্রায় চার হাজার পর্যটককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধারকারী বাহিনী ও হেলিকপ্টার দিয়ে রাজধানী আম্মানের দক্ষিণ-পশ্চিমের শহর মাদাবায় গাড়িসহ নিখোঁজ পাঁচ ব্যক্তির সন্ধান চলছে। বন্যার তোড়ে তাঁরা গাড়িসহ ভেসে যান। ভারী বর্ষণের ফলে দেশটির বন্দর নগরী আকাবাতে জরুরি অবস্থাও ঘোষণা করা হয়েছে। বেসামরিক নিরাপত্তা বাহিনীর এক মুখপাত্র এএফপিকে জানান, আম্মানের দক্ষিণাঞ্চলে নিহত সাতজনের মধ্যে এক শিশুও ছিল। দক্ষিণাঞ্চলের সাথে রাজধানীর সংযোগ রক্ষাকারী সড়কটি বন্যায় বিচ্ছিন্ন হয়ে গেছে বলেও জানান তিনি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়, পেত্রার কিছু কিছু এলাকায় বন্যার পানি ১৩ ফুট পর্যন্ত উঠে যায়। সরকারি মুখপাত্র জুমানা ঘুনাইমাত জানান,আরো ভারি বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। এর দুই সপ্তাহ আগে এ রকমই আকস্মিক বন্যায় ডেড সি অঞ্চলে ২১ জনের প্রাণহানি হয়, যাদের বেশিরভাগই ছিল শিশু। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত

২৯ ডিসেম্বর, ২০২২
২২ ডিসেম্বর, ২০২২
৭ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ