Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নানক ও সাদেক খানের গ্রুপে সংঘর্ষ, নিহত ২

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৮, ২:৩০ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন আরিফ ও সুজন।

আজ শনিবার সকালের এই সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহতদের মধ্যে রাসেল নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।


স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং মোহাম্মদপুরে মনোনয়ন প্রত্যাশী সাদেক খানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে।

কেন্দ্রীয় নেতা নানক এবারও এই আসনে নৌকার মনোনয়নপ্রত্যাশী। অন্যদিকে সাদেক খান ও মনোনয়ন চাইছেন।

সংঘর্ষের ব্যাপারে জাহাঙ্গীর কবির নানক কিংবা সাদেক খানের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। মনোনয়নপ্রত্যাশীরা সদলবলে গিয়ে ফরম তুলছেন ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে। এর মধ্যেই আদাবরে এই সংঘর্ষ হল।



 

Show all comments
  • Abu Faiz Bulbul ১৪ নভেম্বর, ২০১৮, ১:১১ পিএম says : 0
    Good job of awamileage.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ