বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের বেথুড়ী গ্রামে দু'গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায়র ২২টি ঘরবাড়ীতে ভাংচুরের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ১১ নভেম্বর সকালে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে আহাদ মেম্বারের সমার্থক ও বাবু মাষ্টারের সমর্থকদের মধ্যে এই সংর্ঘের ঘটনা ঘটে। তবে পূর্বশত্রুতার জেরেই এই সংর্ঘের ঘটনা বলে জানা যায়।
এতে উভয় পক্ষের প্রায় ২২টি ঘরবাড়ীতে ভাংচুরের ঘটনা ঘটে।
এ সময় সোহেল, আবুল মোল্যা,শাহরিয়া, রেজাউল মোল্যা,হারুন, আমিনুর,শহিদুল মোল্যা,জাফর ও জামালের বাড়ীসহ প্রায় ২০টি ঘরবাড়ীতে ভাংচুর করে।
এ বিষয়ে বাবু মাষ্টার বলেন,পাশ্ববর্তী খলিশাখালি গ্রাম থেকে লোক ভাড়া করে এনে খুব সকালে আমরা কিছু বুঝে ওঠার আগেই আমাদের বাড়ী ঘরে হামলা করে ব্যাপক ভাংচুর করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহম্মদপুর থানার ওসি তদন্ত বোরহানুর ইসলাম ঘটনাস্থলে রয়েছেন। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ২ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।
ওসি অসিত কুমার রায় জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। পূনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।