মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দিনাজপুরে বোমা তৈরীর সরঞ্জামাদি, বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্রসহ ৩ জন জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। তারা সকলেই ঢাকার গুলশানে হলি আর্টিজানসহ বিভিন্ন জঙ্গী হামলার আসামী। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১ টায় দিনাজপুরের রাজবাটি সুখসাগর দিঘীর পূর্বপাড় থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-দিনাজপুর জেলার খানসামা উপজেলার পূর্ব বাসুলিয়া গ্রামের মৃত: ওসমান আলীর ছেলে আব্বাস আলী, কাহারোল উপজেলার বলেয়া পূর্বপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে আব্দুর রহমান ওরফে পিন্টু ও নীলফামারী সদর উপজেলার কিত্তনিয়া পাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে আব্দুর রহমান ওরফে বাবু।
তাদের কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান, ৫ রাউন্ড রাইফেলের গুলি, বোমা তৈরীর সরঞ্জামাদি, বিস্ফোরক ও জিহাদী কর্মসূচী সংক্রান্ত লিফলেট উদ্ধার করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে জঙ্গী সংক্রান্ত মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শুক্রবার দুপুর ১২ টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম। গোপন সংবাদের ভিত্তিতে জেলার রাজবাটী সুখসাগর দিঘীর পূর্বপাড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় নাশকতার পরিকল্পনা করাকালীন তাদেরকে আটক করা হয়। তারা দিনাজপুরে ইতালীয় নাগরিক ডা. পিয়েরো পারোলারিকে গুলি করে হত্যা চেষ্টা, কাহারোলের ইসকন মন্দিরে বোমা হামলা ও নীলফামারিতে জঙ্গী হামলার ঘটনার আসামী। একইসাথে তারা ঢাকার গুলশানে হলি আর্টিজানে হামলার আসামী ও উত্তরবঙ্গের জেএমবি সামরিক কমা ন্ডার রাজিব গান্ধি ওরফে জাহাঙ্গীরের সহযোগী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।