Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমিরাতে অগ্নিকান্ডে বাংলাদেশির মৃত্যু

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৮, ১:৩৭ এএম

আরব আমিরাতে অগ্নিকান্ডের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে এক বাংলাদেশি মারা গেছেন। তার নাম মোহাম্মদ তৈয়ব আলী (৩৮)। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদরাসা গ্রামের ঠান্ডা মিয়া সওদাগর বাড়ির মৃত সালেহ আহমেদের ছেলে তিনি।
জানা গেছে, গত বুধবার ভোরে আবুধাবীর মোসাফফাহ শিল্পনগরীর ৯ নম্বর জোনে অগ্নিকান্ডের সময় তৈয়ব অন্যদেরসহ তাদের গ্যারেজের ছাদের আবাসস্থল থেকে নেমে আসতে পেরেছিলেন। কিন্তু তার ফেলে আসা ব্যাগ পুনরায় আনতে গেলে অগ্নিকান্ডের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহত তৈয়ব আবুধাবীতে অ্যালুমিনিয়াম ফিক্সারের কাজ করতেন এবং প্রায় ১৮ বছর যাবত আমিরাতে প্রবাসী হিসেবে অবস্থান করে আসছিলেন। তার লাশ স্থানীয় একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরব আমিরাত

২৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ