Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোন শক্তিই ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে পারবেনা মাদারীপুরে -নৌমন্ত্রী

মাদারীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৮, ৪:৩৩ পিএম

বিএনপি-জামাত এখন ড. কামাল হোসেনের উপর ভর করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্রে কোন লাভ হবে না। কোন শক্তিই ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে পারবে না। দেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আছেন এবং আগামী নির্বাচনে জনগন নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় নিয়ে আসবে। আবার ক্ষমতায় এসে মাদারীপুর তথা সারাদেশে শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক উন্নয়ন সাধন করা হবে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের নয়াচরে শিপ পার্সোনাল ট্রেনিং ইনস্টিটিউটের নব নির্মিত ভবনের উদ্বোধন ও ড্রেজার বেইজ নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে নৌ মন্ত্রী শাজাহান খান এমপি এ কথা বলেন। 

মন্ত্রী আরো বলেন, বিএনপি এখন কুঁজো দলে পরিনত হয়েছে। তারা এখন আর কোমড় সোঁজা করে দাড়াতে পারছে না। শুধু মুখে বলে ঈদের পরে কঠোর আন্দোলন হবে। কই ঈদ তো অনেক আগেই চলে গেছে, তাদের তো কোন আন্দোলন আমরা দেখলাম না। বিএনপি কিভাবে আন্দোলন করবে, কারন তাদের সাথে তো জনগন নেই। এদেশের মানুষ তাদের চরমভাবে ঘৃনা করে। তারা ২০১৪/১৫ সালে দেশের সাধারণ মানুষকে যে ভাবে জ্যান্ত পুড়িয়ে, বোমা মেরে হত্যা করেছে তা বাংলার মানুষ ভোলেনি। এজন্য বিএনপি একটি হত্যাকারী দলে পরিনত হয়েছে। বিএনপি’র কোমড় ভেঙে গেছে দেখেই তারা পরগাছার মতো অন্যের উপর ভর দিয়ে রাজনীতি করছে। ড. কামাল হোসেন, কাদের সিদ্দিকী, আ.স.ম রব, মান্নাসহ কয়েকজন দল ছুটে লোকের সাথে মিলে রাজনীতি করছে।
শাজাহান খান আরো বলেন, শেখ হাসিনার শাসনামল স্বর্ণযুগে পরিনত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই সারা দেশের সাথে সাথে মাদারীপুরে আজ স্বপ্নের মতো উন্নয়ন হয়েছে। এ জেলাতে ফোরলেন সড়ক হয়েছে, দশতলা বিশিষ্ট একটি বৃহৎ ভবনে সকল সরকারি অফিসের দপ্তর হচ্ছে। এ দপ্তর ভবনটি শুধু মাদারীপুরে প্রথম হয়েছে। যার পরিকল্পনাকারী আমি নিজেই। এ ভবনটি মাদারীপুরের দেখা দেখি এখন অন্যান্য জেলাতে হবে। এছাড়াও শিপ পার্সোনাল ট্রেনিং ইনস্টিটিউট, ইকোপার্ক, আড়িয়াল খাঁ নদীর পাড়ে ওয়াকওয়ে, পুলিশ সুপারে নতুন কার্যালয়, আড়াইশ শয্যার সদর হাসপাতাল, নতুন জেলা কারাগার, আসমত আলী খান ৭ম চীন মৈত্রী সেতু, কারিগরি ট্রেনিং ইনস্টিটিউট, আকর্ষনীয় শকুনী লেকের সৌন্দর্য বর্ধন, বহু সেতু, ব্রিজ, কালভার্ট, রাস্তাসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক এর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, বিআইডব্লিউটিএ’র সচিব কাজী ওয়াকিল, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভোলানাথ দে, অতিরিক্ত সচিব শহিদুল ইসলাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুস সামাদ।



 

Show all comments
  • b ৮ নভেম্বর, ২০১৮, ৪:৫৯ পিএম says : 0
    সূরা আসর এর তাফসীর পড়া ও আমল করা আমাদের জরুরি হয়ে পড়েছে। আমি সকল মুসলমান ভাইদের অনুরোধ করবো যে , সূরা আসর এর তাফসীর পড়ুন এবং আমল করুন। আমরা পরকালের ভয়কে ভুলে গেছি। আমাদের ওপর গজব আসন্ন। আল্লাহ তোমি আমাদেরকে সঠিক বুজে দেন করো এবং আমাদের দেশকে গজব থেকে হেফাজত করো। সকল ঈমানদার মুসলমান ভাইদের ঐক্য গড়ে তুলে দরকার। ভেদাভেদ ভুলে যান সবাই। আমরা শান্তি চাই এই দুনিয়া & আখিরাতে। আমিন।
    Total Reply(0) Reply
  • Billal Hosen ৮ নভেম্বর, ২০১৮, ৫:০০ পিএম says : 0
    সূরা আসর এর তাফসীর পড়া ও আমল করা আমাদের জরুরি হয়ে পড়েছে। আমি সকল মুসলমান ভাইদের অনুরোধ করবো যে , সূরা আসর এর তাফসীর পড়ুন এবং আমল করুন। আমরা পরকালের ভয়কে ভুলে গেছি। আমাদের ওপর গজব আসন্ন। আল্লাহ তোমি আমাদেরকে সঠিক বুজে দেন করো এবং আমাদের দেশকে গজব থেকে হেফাজত করো। সকল ঈমানদার মুসলমান ভাইদের ঐক্য গড়ে তুলে দরকার। ভেদাভেদ ভুলে যান সবাই। আমরা শান্তি চাই এই দুনিয়া & আখিরাতে। আমিন।
    Total Reply(0) Reply
  • Billal Hosen ৮ নভেম্বর, ২০১৮, ৫:১৬ পিএম says : 0
    হে মুমিনগণ, আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং তার নৈকট্যের অনসন্ধান কর, আর তার রাস্তায় জিহাদ কর, যাতে তোমরা সফল হও। [সূরা মায়েদা, আয়াত: ৩৫]
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ