Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমরা রাজাকারের সন্তানদের চাকরি দেবার জন্য মুক্তিযুদ্ধ করিনি -নৌমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ৩:০৩ পিএম

কোটা সংস্কার আন্দোলনকারীদের সমালোচনা করে নৌমন্ত্রী শাহজাহান খান বলেছেন, যারা কোটা আন্দোলন করছে তারা কি মুক্তিযোদ্ধাদের পক্ষে, নাকি রাজাকারদের পক্ষে! আমরা রাজাকারের সন্তানদের চাকরি দেবার জন্য মুক্তিযুদ্ধ করিনি।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘বর্তমান রাজনীতি ও প্রজন্ম শীর্ষক’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌমন্ত্রী এসব কথা বলেন। জার্মান ও ভিয়েতনামের উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, তাদের দেশে কোন যুদ্ধাপরাধীদের সরকারি চাকরি দেয়া হয় না এবং এসব যুদ্ধাপরাধীদের সন্তানরা আজীবন চাকরি থেকে বঞ্চিত।

বিএনপিকে আদর্শহীন দল আখ্যায়িত করে মন্ত্রী বলেন, তারা যুদ্ধাপরাধীদের সাথে ৭১ এর মতো আঁতাত করে এখনো ষড়যন্ত্র, নাশকতা, জ্বালাওপোড়াও চালিয়ে যাচ্ছে। শাহজাহান খান বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছেন। তার দল এখনো স্বাধীনতা বিরোধীদের পক্ষে থেকে কাজ করছে এবং নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই বাংলাদেশে ভবিষ্যতে কোন রাজাকারদের পার্লামেন্টে ঢুকতে দেয়া হবে না।

বর্তমান সরকার অর্থনৈতিক অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে নৌমন্ত্রী বলেন, দেশে রাষ্ট্রীয় প্রবৃদ্ধি এখন ৮ ভাগ চলছে। সামনে আরও বাড়বে বলে প্রত্যাশা করেন তিনি।

মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি গাজী কামরুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিয়া, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আসিবুর রহমান খান প্রমুখ।



 

Show all comments
  • nurul alam ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ৫:১৬ পিএম says : 0
    প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনো ভোগে বিশ্বাস করেনি ত্যাগেই বিশ্বাস করেছে । আর এখন মুক্তিযোদ্ধাদের নিয়ে দারুণ রাজনীতি করা হচ্ছে । বিষয়টা বড়ই লজ্ঝ্বার ।
    Total Reply(0) Reply
  • Aurangjeb ২০ সেপ্টেম্বর, ২০১৮, ৩:৫২ পিএম says : 0
    এখানে আপনি আপনার মন্তব্য করতে shajahaner khaner kata tik na
    Total Reply(0) Reply
  • fahim fychal ২১ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৫৪ এএম says : 0
    মুক্তিযোদ্ধা সন্তান হয়ে যে আমরা কি পাপ করছি, সবাই আমাদের নিয়ে টানা হেচরা শুরু করছে সবার রাগ আমাদের ওপর
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ