Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইব্রাহিম খালেদ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন-নৌমন্ত্রী শাহাজাহান খান

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ড. খোন্দকার ইব্রাহিম খালেদ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাহাজাহান খান। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের কর্মচারীরা আগে থেকেই যাতায়াত ও দৈনিক ভাতা (টিএডিএ) পেয়ে আসছেন।
তিনিও ডেপুটি গভর্নর থাকা অবস্থায় এটি দিয়েছেন। তাহলে কি তিনি অন্যায় করেছেন। গতকাল বাংলাদেশ ব্যাংক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) প্রতিনিধি সম্মেলন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নৌপরিমন্ত্রী।
সিবিএ নেতাদের এ বৈঠক সম্পর্কে কয়েকদিন আগে জারি করা বাংলাদেশ ব্যাংকের এক অফিস আদেশে বলা হয়, ১৫ ও ১৬ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) ব্যাংকের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য সিবিএ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতাদের আসা-যাওয়াসহ ১৪-১৭ নভেম্বর অফিসের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সময় তাদের কর্তব্যকাল হিসেবে গণ্য হবে এবং বিধিমোতাবেক তারা যাতায়াত ও দৈনিক ভাতা পাবেন। ভাতাপ্রদানের আদেশকে অভিনব বলে আখ্যায়িত করেন খোন্দকার ইব্রাহিম খালেদ।
শাহাজাহান খান বলেন, ব্যাংকের কোন বিষয় নিয়ে এখানে আসিনি। শ্রমিক নেতা হিসেবে সিবিএ প্রতিনিধি সম্মেলনের দুপুরের খাবার খেতে এসেছি। এখানে মূলত দুটি বিষয় আলোচনা হয়েছে। একটি হলো গত ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে বিএনপি-জামাতের পেট্রোল বোমায় নিহতদের হত্যার বিচার দাবিতে আগামীতে আন্দোলন করবেন শ্রমিকরা। এই আন্দোলন কিভাবে হবে সেই সব বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া শ্রমিকদের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য ১০০ ট্রাক ত্রাণ বিতরণ করা হবে। সেটি নিয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, ব্যাংকের কোন বিষয়ে এখানে আলোচনা হয়নি। ব্যাংক নিয়ে কোন কথা বলতে চাই না। শ্রমিক ইউনিয়ন নিয়ে ইউনিয়নের কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। আমি শ্রমিকদের বলেছি নিয়মতান্ত্রিক উপায়ে প্রতিষ্ঠানের কাজ করার জন্য।
মন্ত্রী বলেন, সিবিএ অ্যাসোসিয়েশনগুলোর কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে। এ জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌমন্ত্রী শাহাজাহান খান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ