Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আমি কিছু জানি না, কিছু বলব না’

শ্রমিক ধর্মঘট নিয়ে নৌমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

৮ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটের প্রথমদিন রাজধানী জুড়ে পরিবহন শ্রমিকদের নৈরাজ্য, স্কুল বাস আটক করে ছাত্রীর মুখে আলকাতরা ও প্রাইবেট কার আটক করে চালকের মুখে পোড়া ইঞ্জিন ওয়েল, কালো রঙ ও আলকাতরা মাখিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
রোগী বহনকারী অ্যাম্বুলেন্স আটক করে ড্রাইভারকে লাঞ্ছিত করছে; স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী ও অফিস গামী মানুষের দূর্বিসহ অবস্থা; তখন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান দাবি করে তিনি শ্রমিক ধর্মঘটের ব্যাপারে কিছুই জানেন না। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রমিকদের উষ্ক দেয়ার অন্যতম নেতা মন্ত্রী শাজাহান খান বলেন, এ ব্যাপারে আমি জানি না, আমি আসলে কিছু জানি না। এ জন্য আমি এটা নিয়ে কিছু বলতে চাই না। সড়ক পরিবহন আইন সংশোধনে ৮ দফা দাবি মানতে ২৮ ও ২৯ অক্টোবর দুই দিনব্যাপী সারাদেশে পরিবহন ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সমাবেশে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি সাদিকুর রহমান এ ধর্মঘটের ডাক দেন। তিনি বলেন, ফাঁসির আইন মাথায় নিয়ে আমরা সড়কে গাড়ি চালাতে পারব না। সরকারের বিভিন্ন দফতরে আমরা গিয়েছি। ঘোষিত ৮ দফা মেনে নিতে হবে। দাবি মানতেই ২ দিনের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এরপর দাবি মানা না হলে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাক দেওয়া হবে।
শ্রমিকদের আট দফা দাবিগুলো হলো- সড়ক দুর্ঘটনায় সব মামলা জামিনযোগ্য করতে হবে; শ্রমিকদের অর্থদন্ড ৫ লাখ টাকা প্রত্যাহার; সড়ক দুর্ঘটনার তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখতে হবে; ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর বদলে ৫ম শ্রেণী করতে হবে; ওয়েস্কেলে জরিমানা কমানো ও শাস্তি বাতিল; সড়কে পুলিশি হয়রানি-চাঁদাবাজী বন্ধ; গাড়ি রেজিস্ট্রেশনের সময় শ্রমিকের নিয়োগপত্রে সংশ্লিষ্ট ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরের ব্যবস্থা রাখতে হবে এবং সব জেলায় শ্রমিকদের প্রশিক্ষণের পর লাইসেন্স ইস্যু ও লাইসেন্স ইস্যুর সময় হয়রানি বন্ধ করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ