Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে আরেকটি মামলা

টঙ্গী সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৮, ১২:৩৭ পিএম

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। হামলা, মারধর ও চাঁদাবাজির অভিযোগ এনে আশুলিয়া থানায় এ মামলাটি করা হয়। এ নিয়ে তার বিরুদ্ধে এখনো পর্যন্ত সাতটি মামলা করা হয়েছে।

রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসিন্দা ও মির্জানগর এলাকার ‘দ্য কটন টেক্সটাইল মিল’-এর চেয়ারম্যান কাজী মহিবুর রব আজ বুধবার ভোররাতে জাফরুল্লাহর বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। তিনি এর আগেও দুই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দীপু বলেন, তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়েই মামলাগুলো নেওয়া হয়েছে।

চুরি, চাঁদা দাবি ও জমি দখলের চেষ্টার অভিযোগে এর আগে গত ১২, ১৫, ১৯, ২১, ২৩ অক্টোবর ও ২ নভেম্বর জাফরুল্লাহ চৌধুরীসহ কয়েকজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় ছয়টি মামলা হয়।



 

Show all comments
  • Iqbal ১২ নভেম্বর, ২০১৮, ৫:৩৭ পিএম says : 0
    তিনি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, ডাঃ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডা. জাফরুল্লাহ

৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ