Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘এনআরবি পুরস্কার’ নিতে যুক্তরাজ্য গেলেন ডা. জাফরুল্লাহ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২২, ১০:৫৩ পিএম

যুক্তরাজ্যের হাউজ অব কমন্সে ‘এনআরবি পুরস্কার’ নিতে স্ত্রী-ছেলেকে নিয়ে যুক্তরাজ্য সফরে গেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার (২৫ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী তার স্ত্রী শিরিন হক, ছেলে বারিশ হাসান চৌধুরীকে নিয়ে আজ সকালে যুক্তরাজ্যে রওনা হয়েছেন।

আগামী ২৯ মার্চ লন্ডনে তাকে ‘এনআরবি অ্যাওয়ার্ড’ দেওয়া হবে। লন্ডনভিত্তিক প্রবাসী পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন ‘ভয়েস অব গ্লোবাল বাংলাদেশীজ’-এ পুরস্কার দিচ্ছে। এতে প্রধান অতিথি থাকবেন যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সের পূর্ব-লন্ডনের সদস্য স্টিফেন টিমস।

জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, ‘লন্ডন সফরকালে জাফরুল্লাহ চৌধুরী প্রবাসীদের বিভিন্ন নাগরিক সমাবেশ ও আন্তর্জাতিক হেলথ সেমিনারে অংশ নিয়ে বক্তব্য রাখবেন। আগামী ১৬ এপ্রিল ২০২২ তিনি দেশে ফিরবেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডা. জাফরুল্লাহ

৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ