নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এশিয়ান ভভিনাম চ্যাম্পিয়নশিপে দু’টি ব্রোঞ্জপদক জিতেছেন বাংলাদেশের খেলোয়াড়রা। ৫ নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের মাইনাস ৮২ কেজির সেমিফাইনালে আফগানিস্তানের কাছে হেরে ব্রোঞ্জপদক জেতেন বাংলাদেশের আরিফুল ইসলাম। কোয়ার্টার ফাইনালে তিনি লাওসের প্রতিযোগিকে হারান। মাইনাস ৭৭ কেজি ওজন শ্রেনীতে আবু মাসুদ চৌধুরী ইরানের কাছে হেরেও ব্রোঞ্জ জেতেন। এর আগে কোয়ার্টার ফাইনালে তিনি হারান কম্বোডিয়ার প্রতিযোগিকে। এছাড়া কোচ সালমান এল রহমান এশিয়ান ভভিনাম জাজেস সনদ পান এবং কিক বক্সিং চায়না সেন্ট্রাল জোনের অনারারি উপদেষ্টা মনোনীত হন বাংলাদেশ ভভিনাম অ্যাসোসিয়েশনের সভাপতি দিলদার হাসান দিলু। টুর্নামেন্টে ভিয়েতনাম, কম্বোডিয়া, ভারত, আফগানিস্তান, মিয়ানমার, ইন্দোনেশিয়া, থাইল্যন্ড, ফিলিপাইন, লাওস, পাকিস্তান, হংকং, বাংলাদেশ, ইরান, ইরাক, তাইওয়ান ও জাপানসহ ১৬টি দেশ অংশ নেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।