নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) যৌথ উদ্যোগে কলকাতা ওয়ারিয়র্স অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় মহিলা দল। খেলা তিনটি মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে যথাক্রমে ৭, ৮ ও ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে গতকাল সন্ধ্যায় ঢাকায় পা রেখেছে ২৫ সদস্যের ওয়ারিয়র্স অ্যাথলেটিক ক্লাবের মহিলা হকি দল। তার আগে বিকেলে হকি ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে জাতীয় মহিলা হকি দল তিন প্রীতি ম্যাচে ভালো খেলার প্রত্যয় ব্যাক্ত করে। তবে জাতীয় দল নয়, ঢাকা একাদশ নামেই মাঠে নামবে বাংলাদেশ দল।
আজ বিকেল তিনটায় মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রথম ম্যাচের উদ্বোধন করবেন ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মো: ফেরদৌস খান।
সংবাদ সম্মেলনে ঢাকা একাদশের কোচ হেদায়েতুল ইসলাম রাজীব বলেন, ‘প্রায় দুবছর ধরে দলটির সঙ্গে লেগে আছি আমি। অল্প সময়ের ক্যাম্পিংয়ে আমাদের মেয়েরা নিজেদেরকে যোগ্য করে তুলেছে। তাদের আগ্রহ দেখে বিশ্বাস করতে পারি যে কলকাতার দলটির বিপক্ষে আমরা ভালো করবো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।