Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাবিপ্রবি শিক্ষক শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ

দিনাজপুর অফিস : | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

যৌন নির্যাতনকারী শিক্ষকদের স্থায়ী শাস্তিসহ বিভিন্ন দাবীতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থীরা ২য় দিনের মত বিক্ষোভ করেছে।
অভিযুক্ত শিক্ষক রমজান আলী ও দীপক কুমারের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারসহ বিভিন্ন দাবীতে গতকাল মঙ্গলবার বেলা ১০টায় হাবিপ্রবি’র প্রগতিশীল শিক্ষক ফোরাম ও শিক্ষার্থীরা পৃথক পৃথক বিক্ষোভ করে ভিসি বাসভবন ঘেরাও করে। একপর্যায়ে শিক্ষকরা ভিসি বাসভবনে অবস্থান নেয়।
ছাত্র-শিক্ষকদের অভিযোগ-তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যৌন নির্যাতনে জড়িত শিক্ষক রমজান আলী ও দীপক কুমারের বিরুদ্ধে স্থায়ী শাস্তি প্রদান করেনি। এছাড়া কর্তৃপক্ষ প্রতিশোধপরায়ন হয়ে প্রগতিশীল শিক্ষক ফোরামের সদস্যদের পদোন্নতি রহিত করনসহ হয়রানীমূলক শোকজ করছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবুল কাসেম বলেছেন অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত সোমবার ভিসির দেয়া স্মারকলিপিতে বলা হয় আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং এসময়ের মধ্যে দাবী মানা না হলে ওই দিন কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ