শেরপুরের আন্ধারুপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরেকজন।
গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে নালিতাবাড়ী-নাকুগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নালিতাবাড়ী থানার ওসি আবুল খায়ের জানান।
নিহত গোলাম মোস্তফা (৫২) নালিতাবাড়ী উপজেলার সিধুলী গ্রামের ফজলুল হকের ছেলে।
আহত শফিজুল ইসলামকে (৫০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আবুল খায়ের বলেন, আন্ধারুপাড়া এলাকায় সড়কে একটি খালি ট্রাক ঘোরানোর সময় বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলটি সজোরে ধাক্কা খায়।
এতে মোটর সাইকেল চালক গোলাম মোস্তফা ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে থাকা শফিজুলকে গুরুতর আহত অবস্থায় পাঠানো হয় হাসপাতালে।
নিহত মোস্তফার লাশ ময়নাতদন্তে জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।