রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শেরপুর সদর উপজেলার চক আন্ধারিয়া গ্রামে আগুনে পুড়ে স্থানীয় নরুল হক নামের এক ব্যাক্তির বসতঘরসহ ঘরে থাকা ধান, বিভিন্ন রবিশস্য, আসবাবপত্র পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দবি করেছেন ক্ষতিগ্রস্ত নূরুল হক। গেল গত ৯ এপ্রিলে এই দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ নুরুল হক জানান, ঘরে থাকা একটি বিদ্যুতিক ফ্যানের কয়েল থেকে আগুন লাগলে তা সারা ঘরে ছড়িয়ে পড়ে।
এতে করে শেরপুরের ফায়ার সার্ভিসকে খরব দেয়া হলে ফায়ার সার্ভিস বাড়ির কাছাকাছি গিয়েও রাস্তা খারাপ থাকার কারণে ঘটনাস্থলে পৌছাতে পারিনি। পরে এলাকাবাসী প্রায় দুই ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে আমার ঘরে থাকা ধান, বিভিন্ন রবিশস্য,আসবাবপত্র সহ সমুদয় কিছু পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
এব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সুবল চন্দ্র দাস জানান, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে ছুটে যায়।
কিন্তু বাড়ির কাছাকাছি যাওয়ার পর রাস্তা খারাপ থাকায় আমাদের গাড়ি ঘটনাস্থলে পৌছাতে পারেনি। তবে আমাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।