Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শাহজালালে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ কেজি ৬৫২ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। গতকাল সন্ধ্যা ৬টার দিকে একটি বিমানের ভেতর থেকে এসব বার উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ২ কোটি ৩২ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম বলেন, স্বর্ণ পাচারের গোপন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা আগে থেকে সতর্ক অবস্থান নেয়। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে ব্যাংকক থেকে আসা একটি ফ্লাইট (বিজি-০৮৯) বিমানবন্দরে অবতরণ করলে বোর্ডিং ব্রিজ ও গ্রিনচ্যানেলসহ আশপাশের এলাকায় অবস্থান নেওয়া হয়। কিন্তু কোথাও কোন যাত্রীর কাছে অবৈধ স্বর্ণ না পেয়ে বিমানের ভেতরে তল্লাশীর সিদ্ধান্ত নেয় গোয়েন্দারা। এ সময় বিমানের ভেতরে তল্লাশী করে ৪ কেজি ৬৫২ গ্রাম ওজনের স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ২ কোটি ৩২ লাখ টাকা। আটক স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বর্ণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ