Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের সাথে বহুমুখী সম্পর্ক চান ইমরান খান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৮, ৩:৫৩ পিএম

চীনের সঙ্গে বহুমুখী সম্পর্ক গড়ার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রবিবার চীনের রাজধানী বেইজিংয়ে সেন্ট্রাল পার্টি স্কুলে বক্তৃতা দেয়ার সময় তিনি এ কথা বলেন।
ইমরান খান বলেন, পাকিস্তানের বর্তমান যে জিডিপি, ৩০ বছর আগে চীনের তাই ছিল। গত ৩০ বছরে চীন একক কোনো পদক্ষেপ নেয় নি বরং নানামুখী পদক্ষেপের কারণে যে অভাবনীয় উন্নতি করেছে কেউ তা করতে পারে নি।
অনুষ্ঠানে ইমরান খান শ্রোতাদের সামনে ব্যাখ্যা করে বলেন, দুর্নীতি নির্মুলের মাধ্যমে তার সরকার পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে এবং এজন্য চীনের কাছ থেকে সহযোগিতা দরকার।
ইমরান খান বলেন, “কোনো দেশ ৭০ কোটি মানুষকে দারিদ্রের বাইরে আনতে পারে নি যা পেরেছে চীন। কীভাবে এটা সম্ভব হয়েছে আমার দল তা শিখতে চায়। এর পাশাপাশি শ্বেত-দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সাধারণ অপরাধীকে ধরা সহজ কিন্তু সরকারি কর্মকতা কিংবা ব্যবসায়ীদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ সহজ কাজ নয়।” এ সময় তিনি মানি লন্ডারিংকে অন্যতম বড় দুর্নীতি বলে উল্লেখ করেন।
আশির দশকের কথা উল্লেখ করে ইমরান খান বলেন, ওই সময় পাকিস্তানের উন্নয়ন কর্মসূচি বাধার মুখে পড়ে, কারণ দেশ দুর্নীতির কবলে পড়েছিল। দুর্নীতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে।
পাক প্রধানমন্ত্রী বলেন, “আশির দশকের দুর্নীতি তুলে ধরার বিষয়ে আমি উৎসাহিত হয়েছিলাম কিন্তু কেউ আমার কথাকে গুরুত্ব দেয় নি। তবে সে সময় আমি একজন খেলোয়াড় হিসেবে শিখেছিলাম যে, আপনি যদি আশা ছেড়ে দেন তাহলে হেরে যাবেন।” সূত্র: পার্স টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইমরান খান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ