Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৮, ২:৫৪ পিএম

খুলনা মহানগরীতে হানিফ পরিবহনের ধাক্কায় মো. সাকিল (১৭) নামে এক বাইসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছে। নিহত সাকিল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। রোববার রাত ১০টার দিকে শহরের শিরোমনী বাদামতলা মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে সাকিল সাইকেল চালিয়ে যাওয়ার সময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস বাদামতলা মোড়ে তাকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। এরপর আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে সাকিলকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাকিলের বাড়ি পিরোজপুর জেলায়।
খানজাহান আলী থানার উপ পরিদর্শক (এসআই) শওকত আলী জানান, হানিফ পরিবহনের ঢাকাগামী একটি বাসের ধাক্কায় কলেজছাত্র সাকিল নিহত হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাসটি আটকের চেষ্টা করছি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ