Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

অপরাধ রোধে সেনবাগে সিসি ক্যামেরার উদ্বোধন

সেনবাগ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

জঙ্গিবাদ, মাদক, চুরি, ডাকাতি প্রতিরোধে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮ নম্বর বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দীর দুলামিয়া চৌকিদারহাট নতুনবাজারকে সিসি ক্যামরার আওতায় আনা হয়েছে। স্বেচ্চাসেবী সংগঠন অ্যাডুকেশন মনিটর গ্রুপ (ইএমজি) প্রায় ৭৫ হাজার টাকা ব্যয়ে ওই ক্লোজ সার্কিট ক্যামরা (সিসি ক্যামরা) স্থাপন করে। এ উপলক্ষে গত শনিবার দুপুরে প্রধান অতিথি হিসাবে সিসি ক্যামরার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনবাগ থানার ওসি মিজানুর রহমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন সেনবাগ প্রেসক্লাবের সেক্রেটারি আবদুল আউয়াল। সংগঠনের সভাপতি আনোয়ার হোসেনর সভাপতিত্বে ও বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি কামাল উদ্দিন এবং ইএমজির সদস্য আজিজুর রহমান জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় আরো বক্তব্য রাখেন ইএমজির সদস্য মিজানুর রহমান হারুন, সাইফুল ইসলাম, নুর নবী মানিক, আবু জাফর মিলন্টন, বাজার কমিটির সভাপতি শাহাজাহান মানিক প্রমুখ। উল্লেখ্য, সেনবাগ পৌরশহরসহ বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি, ইভটিজিং, মাদকসহ নানা অপরাধ দমনে সিসি ক্যামেরার গুরুত্ব অপরিসীম। ইএমজি সংগঠনটি তাদের ১৭ জন পরিচালকের মাধ্যমে দীর্ঘ ২০ বছর ধরে সেনবাগের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে স্বেচ্ছাশ্রমে কাজ করছে সংগঠনটি। অনুষ্ঠানে ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ সমাজের বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিসি ক্যামেরা

২৩ জুলাই, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ