Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটের অভিষেকে আরো যত প্রথম

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

চারিদিকে চা বাগান, প্রকৃতির বিপুলতায় আসমানে হেলান দিয়ে আছে পাহাড়ি টিলা। লাক্কাতুরার টিলাগুলো যেন থরে থরে সাজানো। সবুজের নান্দনিকতায় সীমাহীন সৌন্দর্য। তারই মাঝে ঐতিহ্যের বাহক হয়ে দাঁড়িয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ব্রিটিশ স্থাপত্যের আদলে নজরকাড়া ভবন, তার মধ্যে রয়েছে গ্রিন গ্যালারির আলাদা এক অস্তিত্ব। যদিও সময়ের ফেরে ধুসর রঙা ঘাসগুলোতে অবহেলার ছাপ স্পষ্ট। তবুও স্টেডিয়ামে চোখ পড়লেই মন কাছে টেনে নেয়। দেশের অন্যান্য ক্রিকেট ভেন্যুর চেয়ে একেবারেই স্বকীয় যেন এই স্টেডিয়ামটি। আর এমনই এক নয়নাভিরাম স্টেডিয়ামকে বাংলাদেশ পেল দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে। গতকাল বাংলাদেশ-জিম্বাবুয়ের এই ম্যাচ দিয়ে ক্রিকেটের অভিজাত পাড়ায় পা রাখল সিলেটের এই স্টেডিয়ামটি। তাই বাড়তি আদর কদর এই ভেন্যু নিয়ে। ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করতে নেয়া হয়েছে বেশ কিছু ‘বিশেষ’ ব্যতিক্রম উদ্যোগ।

২০১৪ সালের টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করা এই স্টেডিয়ামটিতে গেল ফেব্রæয়ারিতে শ্রীলঙ্কার বিপেক্ষ প্রথম টি-২০ খেলে বাংলাদেশ। এই ভেন্যুতে আজ সেই বাংলাদেশের টেস্ট অভিষেকের সঙ্গী এবার জিম্বাবুয়ে। অভিজাত ক্রিকেটের ঐতিহ্য মেনে ইংল্যান্ডের লর্ডস এবং ভারতের ইডেনের পর সিলেটেও বসানো হয়েছে ‘দ্য ফাইভ মিনিট বেল’। ম্যাচ শুরুর ৫ মিনিট আগে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের প্রথম অধিনায়ক আকরাম খানের হাত দিয়ে এই বেল বাজিয়ে যাত্রা শুরু হয় সিলেট ভেন্যুর। সঙ্গী হিসেবে ছিলেন ঐ টেস্ট দলের গর্বিত সদস্য পেসার হাসিবুল হোসেন শান্ত। তার আগে বিশেষ স্মারক কয়েন নিক্ষেপে হয় টেস্টের টস।

কেবল বেলই নয়। সিলেটের অভিষেক টেস্ট আলোকিত করতে ছিলো আরো আয়োজন। দুই দলের ক্রিকেটারদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ স্মারক। সাবেক সিলেটের টেস্ট ক্রিকেটারদের জানানো হয় বিশেষ সম্মাননা। বের করা হয় ‘গ্লিম্পস অব সিলেট’ নামে একটি প্রকাশনা, যেটির মোড়ক উন্মোচন করা হয় টেস্টের প্রথম প্রহরে।

এতো গেল মাঠের বাইরের অনেক নতুনের গল্প। এই ভেন্যুর অভিষেক টেস্টের সঙ্গে সঙ্গে মাঠেও যে অনেক প্রথমের ঘটনা ঘটেছে আরো! তারই কিছু নমুনা পাঠকদের জন্য-


সিলেট টেস্টে যত প্রথম
ম্যাচ বাংলাদেশ-জিম্বাবুয়ে
আম্পায়ার রিচার্ড ক্যাটেলবরা ও রড টাকার
অধিনায়ক মাহমুদউল্লাহ ও মাসাকাদজা
টস জিম্বাবুয়ে
বোলার আবু জায়েদ রাহি
ব্যাটসম্যান ব্রায়ান চারি ও হ্যামিল্টন মাসাকাদজা
উইকেটরক্ষক মুশফিকুর রহিম
রিভিউ আবু জায়েদ রাহি
উইকেট তাইজুল ইসলাম
ফিফটি হ্যামিল্টন মাসাকাদজা
শিকার ব্রায়ান চারি
চার তাইজুলকে মাসাকাদজা
ছক্কা তাইজুলকে মাসাকাদজা


স্কোর কার্ড
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে (১ম টেস্ট)
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
টস : জিম্বাবুয়ে
জিম্বাবুয়ে ইনিংস রান বল ৪ ৬
এইচ মাসাকাদজা এলবিডবিøউ আবু জায়েদ ৫২ ১০৫ ৪ ২
চারি ব তাইজুল ১৩ ৩১ ২ ০
টেলর ক নাজমুল ব তাইজুল ৬ ১৫ ০ ০
উইলিয়ামস ক মিরাজ ব মাহমুদউল্লাহ ৮৮ ১৭৩ ৯ ০
রাজা ব নাজমুল ১৯ ৫২ ২ ০
মুর ব্যাটিং ৩৭ ১২২ ৪ ০
চাকাভা ব্যাটিং ২০ ৪৮ ২ ০
অতিরিক্ত (লে বা ১) ১
মোট (৯১ ওভার, ৫ উইকেট) ২৩৬
উইকেট পতন : ১-৩৫ (চারি), ২-৪৭ (টেলর), ৩-৮৫ (এইচ মাসাকাদজা), ৪-১২৯ (রাজা), ৫-২০১ (উইলিয়ামস)।
বোলিং : আবু জায়েদ ১৮-৩-৬১-১, তাইজুল ২৭-৩-৮৬-২, আরিফুল ৪-১-৭-০, মিরাজ ২১-৬-৩৭-০, নাজমুল ১৯-৫-৪২-১, মাহমুদউল্লাহ ২-০-২-১।
*প্রথম দিন শেষে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ