Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুশিভক্তের কান্ড

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে : | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ম্যাচের ৪৮তম ওভারের প্রথম বলটি করে ফেলেছেন মেহেদী হাসান মিরাজ। সিন উইলিয়াম লেগ আর মিডল দিয়ে ঠেলে দিলেও কোন রান হলো না। তবে যেটি ঘটলো তার জন্য বুঝি প্রস্তুত ছিল না গোটা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। যেখান থেকে বল ফেরত আসার কথা সেই লং লেগ থেকেই বিনা বাধায় দৌড়ে উইকেটের দিকে ধেয়ে আসছে এক কিশোর! গোটা স্টেডিয়ামের চোখ সেদিকে, টিভি ক্যামেরাও খুঁজে নিয়েছে ছোট্ট সেই ক্রিকেটভক্ত, তবে যার দিকে দৌড়ে যাচ্ছেন সেই মুশফিকই অপ্রস্তুত! এমনকি যখন ছেলেটি দৌড়ে তাকে জড়িয়ে ধরলো অনেকটা চমকেই উঠলেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক। ততক্ষণে নিরাপত্তাকর্মীদের দৃষ্টিগোচর হয়েছে ঘটনাটি। দু’জন এসে সেই কিশোরকে নিয়ে যাওয়া চেষ্টা করে তারা। তবে হাত নেড়ে কিশোরকে কিছু করতে বারণ করছিলেন মুশি। কি ঘটেছিলো সেই কিশোরের ভাগ্যে সেটি অবশ্য জানা যায়নি। কিন্তু এই একটি ঘটনায় অভিষেক টেস্টে সিলেট ভেন্যুটিকে কি ডিমিরিট পয়েন্ট দেবে? দিলে দিতেও পারে। তবে ভক্তদের এমন ভালোবাসায়ই যে হাজারো বছর বেঁচে থাকে মুশফিক-মাশরাফিরা!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুশফিক

৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ