বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০১৮ উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন তমদ্দুন মজলিস এ প্রতিযোগিতার আয়োজন করেছেন। ৪টি বিভাগে আলাদা বিষয়ে এ প্রতিযোগিতায় অংশনিতে প্রতিয়োগিদের কাছ থেকে বাংলা ভাষায় লিখিত রচনা আহ্বান করা হয়েছে। গতকাল শনিবার গণমাধ্যমে প্রকাশের জন্য পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ইনকিলাবকে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, রচনার বিষয় (ক) গ্রুপ- আদর্শ যুবক হিসাবে হযরত মুহাম্মদ (সা.), মাধ্যমিক ও সমমান পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য (অনুর্ধ্ব ১ হাজার শব্দ), (খ) গ্রুপ- বিশ্বশান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ বিশ্বনবীর বিশ্বজনীন আদর্শ, কলেজ, বিশ্ববিদ্যালয় ও সমমান পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য (অনুর্ধ্ব ১ হাজার ২০০ শব্দ), (গ) গ্রুপ- মহানবী (সা.) শুধু মুসলিমদের নয়, গোটা বিশ্বের মানবতার প্রতীক, সর্ব-সাধারণের জন্য (অনুর্ধ্ব ১ হাজার ৫০০ শব্দ), (ঘ) গ্রুপ- নারীর অধিকার আদায়ে মহানবী (সা.) এর ভূমিকা, শুধু মাত্র নারীদের জন্য (অনুর্ধ্ব-১ হাজার ৫০০ শব্দ)। রচনা কাগজের এক পৃষ্ঠায় লিখে (উভয় পৃষ্ঠায় লেখা যাবে না) শিক্ষা প্রতিষ্ঠানের প্রমাণপত্র, পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বরসহ আগামী ১৮ নভেম্বর- ২০১৮ ইং তারিখের মধ্যে নিন্মোক্ত ঠিকানায় প্রেরণ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিযোগিতায় বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ছাড়াও অংশগ্রহণকারী সকলকেই আগামী ২১ নভেম্বর- ২০১৮ শনিবার বিকাল ৩ টায় বাংলাদেশ ফটো-জার্নালিস্ট এসোসিয়েশন, ঢাকায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হবে। রচনা প্রেরণের ঠিকানা মুহাম্মদ সুজন মাহমুদ, ১/২৫-এ, আবুজর গিফারী কমপ্লেক্স (২য় তলা), পূর্ব বাসাবো, ব্যাংক পল্লী, পাটোয়ারী গলি, ঢাকা এবং মোহাম্মদ তাওহিদ খান, ১৯৩/এ, জীবন ভবন (২য় তলা), ফকিরেরপুল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।