Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালমানের সঙ্গে সন্ধির চেষ্টায় প্রিয়াঙ্কা?

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

অভিনেতা সালমান খানের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার যে সখ্য ছিল তা ভেঙ্গে গেছে শেষ মুহূর্তে তার ‘ভারত’ চলচ্চিত্রটি ছাড়ার মধ্য দিয়ে। আলি আব্বাস খানের পরিচালনায় ‘ভারত’ চলচ্চিত্রটি ছাড়ার পর সালমান ভীষণ ক্ষুব্ধ হন। সালমান সে সময় তার রাগ ঢাকতে অনেক চেষ্টা করলেও তা প্রকাশ পেয়ে যায়। একসময় তিনি বলেন,”সে অর্পিতাকে (সালমানের বোন) হাজারবার ফোন করর পর আমরা তাকে ফিল্মটিতে নিয়েছিলাম”। এখন প্রিয়াঙ্কা সালমানের উদ্দেশ্যে সন্ধির হাত বাড়িয়ে দিয়েছেন বলে শোনা যাচ্ছে। একটি প্রতিবেদন থেকে জানা গেছে নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ের যারা দাওয়াত পেয়েছে তাদের মধ্যে তালিকার প্রথমে স্থান পেয়েছে সালমানদের পরিবার। গত সপ্তাহে প্রিয়াঙ্কা সালমানের বোনজামাই আয়ুশ শর্মার জন্মদিনের পার্টিতে যোগ দেন এবং পরিবারের কয়েকজনকে দাওয়াতে আসার কথা স্মরণ করিয়ে দেন। তবে সালমান এতো সহজে ভোলা বা ক্ষমা করার মানুষ নন। সূত্র জানিয়েছে তিনি প্রিয়াঙ্কার বিয়েতে যাচ্ছেন না। তবে তার দুই বোন অর্পিতা খান আর আলবিরা অগ্নিহোত্রী যাবেন। জানা গেছেন ডিসেম্বরের ২ তারিখে প্রিয়াঙ্কা আর নিকের বিয়ে হবে যোধপুরে। আনুষ্ঠানিকতা শুরু হবে ৩০ নভেম্বর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রিয়াঙ্কা

২২ জানুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ