মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শাসনামলে দেশজুড়ে অশুভ সংকেত দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আসামের তিনসুকিয়ায় পাঁচ বাঙালিকে নির্মমভাবে হত্যার পর শুক্রবার কলকাতায় উদ্বেগের কথা বলেছেন তিনি। অন্যদিকে আসাম নিয়ে এদিন পথে নামে সিপিএমও। আর কংগ্রেস শনিবার রাজ্যজুড়ে কালো দিবসের ডাক দেয়। মমতা বলেন, গুজরাটে বিহারি খেদাও হচ্ছে, আসামে বাঙালি খেদাও হচ্ছে। সারা দেশে অশুভ সংকেত মনকে ভারাক্রান্ত করে রেখেছে। জানবাজারে বলেন, এত আনন্দের মধ্যেও মন ভাল নেই। অসহায়ভাবে আসামে গরিব মানুষগুলোকে হত্যা করা হয়েছে। খুনে গরিব, বড়লোক তফাৎ থাকে না। আসামের হত্যাকান্ডের কথা উল্লেখ করে তিনি জানান, পশ্চিমবঙ্গে এ ধরনের বৈষম্য বরদাস্ত করা হবে না। সবাইকে নিয়ে বাঁচাই রাজ্যের ঐতিহ্য। বৃহস্পতিবার রাতে আসামের খবর পাওয়ার পরেই প্রতিক্রিয়া দিয়ে তিনি জানিয়েছিলেন, শুক্রবার রাজ্যে একাধিক প্রতিবাদ মিছিল করবে তৃণমূল। সোশ্যাল নেটওয়ার্কে দলীয় কর্মীদের প্রোফাইল ছবি কালো করে দেয়ারও নির্দেশ দিয়েছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।