Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

মুসলমানদের ভোটাধিকার কেড়ে নেয়ার হুমকি বিশ্বহিন্দু পরিষদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

‘দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়েছে। কিন্তু তারপরও খন্ডিত হিন্দুস্তানে মুসলিমদের থেকে যেতে দেওয়া হয়েছিল ওরা তেমনই থাকুক। শিক্ষা, জীবিকা, ধর্মাচরণের সুযোগও পাক, কিন্তু বাদ যাক ভোটাধিকার। এমনই প্রশ্ন তোলা হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের মুখপত্র ‘বিশ্ব হিন্দু বার্তায়।’ বাংলা বিশ্ব হিন্দু বার্তার ( ৪৪তম বর্ষ, কার্তিক ১৪২৫, তৃতীয় সংখ্যা) ১৯-২২ নং পৃষ্ঠায় নৃসিংহ প্রসাদ দে-র লেখা ‘হিন্দু সমাজ ভাবনা’র একটি অংশে মুসলিমদের ভোটাধিকার বাদ যাওয়ার জন্য জোরে সওয়াল করা হয়েছে। ‘হিন্দু সমাজ ভাবনা’ শীর্ষক প্রবন্ধটিতে লেখক লিখেছেন, ‘হিন্দুস্থান হিন্দুদের তাই অন্যদের ভোটাধিকার এখনই বন্ধ করা উচিৎ। ১৯৪৭ সাল থেকেই এটি করা উচিৎ করা ছিল। রাষ্ট্র পরিচালনা ও নিয়ন্ত্রণের সকল সুযোগ শুধুমাত্র হিন্দুদেরই থাকা উচিৎ। মুসলমানদের প্রতি কোনরকম বিরোধ নেই। তারা আমাদেরই পূর্বপুরুষের জ্ঞাতি ও আত্মীয়। তারা একমাত্র হিন্দুত্বে ফিরে আসলেই পাক ভোটাধিকার।’ যদিও এই মতের সঙ্গে একেবারেই সহমত হননি ভারতের বিশ্ব হিন্দু পরিষদের বাংলা সহ পূর্বাঞ্চলের প্রধান শচীন্দ্রনাথ সিংহ। তিনি বলেন, ‘দেখুন এটি যেই লিখে থাকুক অবশ্যই ভুল। মুসলিমরা দেশের অংশ। সাংবিধানিকভাবে তাদের ভোটাধিকার স্বীকৃত। অবশ্যই তা সুরক্ষিত থাক। যারা অনুপ্রবেশকারী তাদের ভোটাধিকার রোধ করা করা হোক। যারা দেশ ভাগের আগের থেকে এদেশে আছেন তাদের নয়।’ শচীন্দ্রনাথ এই কথা বলার পরও যে প্রশ্ন থাক। যদি তিনি বা বিশ্ব হিন্দু পরিষদ এই মতের সমর্থক নন তাহলে এরকম একটি লেখা তাদের মুখপত্র, ‘বিশ্ব হিন্দু’বার্তায় এই রকম একটি লেখা স্থান পেলে কিভাবে? কিংবা এ নিয়ে ভুল সংশোধন কিংবা ক্ষমা চেয়ে কোনও বিবৃতি দেওয়া হবে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে? এই বিষয়ে কিন্তু কোন কথা বলেননি ভারতের বিশ্ব হিন্দু পরিষদের পূর্বাঞ্চলের প্রধান। তবে বিশষেজ্ঞদের মতে এরকম লেখালেখি করে খবরে থাকতে চাইছে বিশ্বহিন্দু পরিষদ। এটা ওদের ভুল নাকি ইচ্ছাকৃত ভুল তা অবশ্যই দেখা উচিৎ। ভারতের সংবিধান বিরোধী এই সব কথাবার্থা কোনপক্ষেরই বলা উচিৎ বলে মনে করেন বিশেষজ্ঞরা। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুসলমান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ