রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া বাজরের প্রতিটি দোকানে ও পথচারীদের নিকট থেকে দুইটি হাতি দেখিয়ে টাকা উত্তোলন করতে দেখা গেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে দুইটি হাতি নিয়ে উপজেলার ওয়ালিয়া বাজারের প্রতিটি দোকন ও পথচারীদের কাছ থেকে পাঁচ টাকা থেকে ২০ টাকা করে উত্তোলন করেছে ওই হাতি দুটির বাহকরা।
স্থানীয় দোকানি ফারুক হোসেনসহ অনেকেই বলেন, ‘সকালে হঠাৎ করে দুটি হাতি এসে দোকানের সামনে সুঁর এগিয়ে দিয়ে টাকা দাবি করে। টাকা না দেয়া পর্যন্ত দোকানের সামনে থেকে সরে না। বাধ্য হয়ে দোকনিরা যে যার মতো পাঁচ টাকা থেকে ২০ টাক দিয়ে হাতি দুটি বিদায় করেছে।’
দোকান থেকে টাকা তুলার বিষয়ে হাতির বাহক খলিল বলেন, ‘যে টাকা তুলছি এতে হাতির খাবর হবে, আবার আমরাও খাবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।