Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধ্যরাতে জয়নাল ক্যাডারের তাণ্ডব

স্টাফ রিপোর্টার, নারায়ণণগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

বৃহস্পতিবার রাত ১২টায় শহরে পুলিশের হর্ণ বাজিয়ে বঙ্গবন্ধু সড়কে প্রবেশের সাথে সাথেই বেপোরোয়া গতিতে চলছে সাদা রঙের একটি প্রাডো গাড়ি। এ যেন কোন ডিআইজি জরুরী কোন কাজে বেড়িয়েছে। এমনটি মনে করেই সকলেই প্রাডো গাড়িটিকে সাইড দিয়ে দিলেও মটর সাইকেল নিয়ে পিছু নেয় এক ১৫/১৬ বছরের কিশোর।
শহরের গ্রীন্ডলেস ব্যাংকের মোড়ের স্পিড ব্রেকারে দ্রুত গতির পাজারো গাড়িটি ব্রেক করলে পিছনে থাকা তার মটর সাইকেলের গতি তাৎক্ষণিক থামাতে না পেরে পাজারো গাড়ির বাম্পারে ধাক্কা দেয়। সাথে সাথেই গাড়ি থেকে নেমে দুই যুবক সজোরে কিল ঘুষি মারতে মারতে থাকে ওই কিশোরকে। একপর্যায়ে কিশোরের জামার কলার ধরে টানতে টানতে বলতে থাকে, এটা কার গাড়ি চিনিষ? একই সাথে আবারো ধাপাস ধাপাস। নাক ফেটে রক্তের ফিনকি। এমন দৃশ্য দেখে উৎসুক জনতা ভীড় করলে হামলাকারী দুই যুবক বলতে থাকে, এই আপনারা এখানে কি চান, যান এখান থেকে, আমরা র‌্যাবের লোক। মারামারির দৃশ্য দেখে আলম খান লেনের সামনে থাকা পুলিশের পৃথক গাড়ি থেকে নেমে আসেন দারোগা শামীম ও ইন্সপেক্টর জয়নাল। পুলিশের উপস্থিতি টের পেয়ে এবার জানালা নামিয়ে কিশোরের উপর হামলাকারী যুবকদের ডাকতে থাকে নারায়ণগঞ্জের বিতর্কিত ব্যবসায়ী ভূমিদস্যু ও নব্য জাতীয় পার্টির কথিত নেতা জয়নাল আবেদিন। পুলিশ দেখে হামলাকারী যুবকদের নিয়ে দ্রুত গাড়িতে করে সটকে পরে জয়নাল।
কখনো আওয়ামী লীগ, কখনো জাতীয় পার্টির আবার কখনো সংসদ সদস্যদের নাম ভাঙ্গিয়ে এবং পুলিশের সাথে সখ্যতা রেখে পুলিশকে বিতর্কে ফেলে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে জয়নাল। উপস্থিত অনেকেই সমালোচনা করে বলেন, এ কেমন তাফার্লিং করলো জয়নাল! এই জয়লান আর কত অপকর্ম করলে টনক নড়বে নারায়ণগঞ্জবাসীর। দীর্ঘদিন জামায়াতের পৃষ্ঠপোষকতার পর মেয়র আইভীর আত্মীয় পরিচয় দিয়ে ভূমিদস্যুতা চালিয়ে যাচ্ছে জয়নাল। পরবর্তিতে সংসদ সদস্য শামীম ওসমানের নাম ব্যবহার করে আইনজীবী হাসান ফেরদৌস জুয়েলের বাড়ি দখলের চেষ্টা চালানোর মামলায় কারাগারে পাঠায় আদালত ।
সা¤প্রতিক সময়ে জাতীয় পার্টির দোহাই দিয়ে গাড়িতে মাস্তান নিয়ে নানা অপকর্ম করে আসছে বলেও জানায় পুলিশের কয়েকজন সদস্য । রাত সাড়ে ১২টায় পুলিশের ইন্সপেক্টর জয়নাল ও দারোগা শামীম হামলায় আহত কিশোর দেওভোগ পাক্কা রোড এলাকার খোরশেদ আলমের ছেলে রুমানকে থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে পরামর্শ দেন। এব্যাপারে জয়নাল আবেদিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ না করায় তার স্বপক্ষে কোন বক্তব্য পাওয়া যায় নাই।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যাডার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ