রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নেছারাবাদে ভূমি অফিস সংক্রান্ত বিভিন্ন প্রকার জালজালিয়াতির অভিযোগে দিলীপ কুমার দে নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি ) মো. কাওসার হোসেন। গোপন তথ্যের ভিত্তিতে গত বুধবার রাতে স্বরূপকাঠি পৌর ভবনের পশ্চিম পাশে অবস্থিত ওই কথিত মুহুরির নিজ সৃজন অফিস থেকে তাকে গ্রেফতার আটক করা হয়। এসময় তার ভাড়া করা অফিস থেকে নথি, ষ্ট্যাম্প, সীল সহ ভূমি সংক্রান্ত আরো বিভিন্ন প্রকারের কাগজ জব্দ করা হয়। জব্দ করা কাগজের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নামে খরিদ করা ১০ টাকা মূল্য মানের ৫০ টি ষ্ট্যাম্প, ভুতপূর্ব ইউএনও/ সহকারী কমিশনার(ভূমি) মো. আবুল কালাম তালুকদারের নামের সীল (রাবারষ্ট্যাম্প), এছাড়াও বিপুল পরিমান সাদা ও স্বাক্ষর বিহীন খতিয়ান, নামজারি/ জমাখারিজের আবেদন, বিভিন্ন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার প্রতিবেদন, সহকারী কমিশনার(ভূমি) ’র আদেশপত্র,বিভিন্ন লেখকের নামের দলিল, পরিচয়পত্র ও পাসপোর্ট সাইজের ছবি উদ্ধার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।