মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভুটানের ন্যাশনাল অ্যাসেম্বলি বুধবার ওয়াংচুক নামগেলকে পার্লামেন্টের স্পিকার নির্বাচিত করেছে। তিনি ক্ষমতাসীন দ্রুক ন্যামরুপ শোগপা (ডিএনটি) দলের সদস্য।
ওয়াংডুর নিশোগ-সায়ফু এলাকার ৫৫ বছর বয়সী ওয়াংচুক নামগেল ভোট পেয়েছেন ৩০টি। ৪৭ সদস্যের পার্লামেন্টে ডিএনটি দলের ঠিক ৩০টি আসনই রয়েছে। তিনি দ্রুক ফুয়েনসাম শোগপা (ডিপিটি) দলের প্রার্থী উগিয়েন ওয়াংদিকে পরাজিত করেন। মোংগারের ড্রামেতসি-গাতসাং এলাকার এমপি ওয়াংদি ভোট পান ১৭টি। ডিএনটি দলের আরেকজন ৩৪ বছর বয়স্ক শেনচো ওয়াংদি ৩১ ভোট পেয়ে ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ডিপিটি দলের প্রার্থী কার্মা ওয়াংচুক পান ১৬ ভোট।
নবনির্বাচিত স্পিকার ওয়াংচুক নামগেল বলেছেন, তার উপর স্পিকারের যে দায়িত্ব অর্পিত হয়েছে, সে কারণে তিনি সম্মানিত বোধ করছেন। তিনি বলেন, “আমি সংবিধানকে সমুন্নত রাখবো এবং পূর্ণ চেষ্টা ও দায়বদ্ধতা নিয়ে কাজ করবো”।
স্পিকারের পদটি যেহেতু নির্দলীয়, তাই বিরোধী দল থেকে প্রথমবারের মতো এখানে প্রার্থী দেয়া হয়েছে। ডিএনটি বলেছে যে তারা বিরোধী দল থেকে মনোনয়ন দিতে আহ্বান জানিয়েছিল। যদিও এটা নিরর্থক কারণ ডিএনটি দলের নিজেদের প্রার্থী ছিল। সূত্র: সাউথ এশিয়ান মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।