মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতীয় ন্যাশনাল কংগ্রেস প্রধান রাহুল গান্ধী বলেছেন, রাফাল নিয়ে এবার ফ্রান্সেও তদন্ত শুরু হতে চলেছে। আর দেশে তদন্ত শুরু হলে জেলে যাবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাফাল নিয়ে গত বুধবার সুপ্রিমকোর্টে একগুচ্ছ জনস্বার্থ মামলার শুনানি শুরু হয়েছে। বাজপেয়ী সরকারের দুই মন্ত্রী যশবন্ত সিনহা ও অরুণ শৌরির সঙ্গে আইনজীবী প্রশান্ত ভূষণের আর্জি, সুপ্রিমকোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত শুরু হোক। এর একদিন আগে গত মঙ্গলবার ইনদোরে এক সংবাদ সম্মেলনে আরও আক্রমণাত্মক হয়ে হুঁশিয়ারি দেন কংগ্রেস সভাপতি।
রাহুলের অভিযোগ, প্রধানমন্ত্রী সব আইন ও নিয়ম ভেঙে অনিল আম্বানীকে রাফাল চুক্তির সুবিধা পাইয়ে দিয়েছেন। আর এখন ভয় পেয়ে নিজেকে বাঁচাতে চাইছেন। তাই যে সিবিআই ডিরেক্টরকে নিজে নিয়োগ করেছিলেন, তাকেই মধ্যরাত সরাতে দিলেন। কারণ তিনি রাফাল নিয়ে তদন্ত শুরু করতে চাইছিলেন। তদন্ত শুরু হলে প্রধানমন্ত্রী জেলে যাবেন। শুধু সময়ের অপেক্ষা।
রাহুল বলেন, মোদি আক্ষরিক অর্থেই দুর্নীতিগ্রস্ত। রাফাল কেলেঙ্কারি নিয়ে ইতিমধ্যে ফ্রান্সে তদন্ত শুরু হয়েছে। এ নিয়ে যেদিন ভারতে তদন্ত শুরু হবে মোদির জেলে যাওয়া কেউ আটকাতে পারবে না।
এদিকে রাফাল কেলেঙ্কারি নিয়ে বুধবার বেশ কয়েক জনস্বার্থ মামলা নিয়ে শুনানি শুরু হয়েছে। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী জসবন্ত সিনহা এবং অরুণ সৌরির রাফাল নিয়ে করা মামলা এ দিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি ইউইউ ললিত এবং বিচারপতি কেএম জোসেফের বেঞ্চে শুনানি হয়।
এ দিন এজলাসে রাফাল চুক্তির তথ্য অনলাইনে প্রকাশ করার দাবি জানান আবেদনকারীদের আইনজীবী। প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, রাফাল বিষয়ে যেসব তথ্য প্রকাশ্যে জানানো সম্ভব, কেন্দ্রকে অবশ্যই অনলাইনে প্রকাশ করতে হবে এবং মামলাকারীদের কাছে সেই তথ্য তুলে দিতে হবে।
শুনানিকালে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ বুধবার জানতে চেয়েছে, কেন্দ্র সরকার কেন রাফালের দাম জানানোয় অপারগ, তা ১০ দিনের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে। সূত্র : ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।