Inqilab Logo

মঙ্গলবার, ১১ জুন ২০২৪, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৪ যিলহজ ১৪৪৫ হিজরী

‘শেখ হাসিনার সরকার গরিব বান্ধব’

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৮, ১২:০৮ এএম

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া এমপি বলেছেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গরীব বান্ধব। এ সরকার গরীব ও অসহায়দের মাঝে মাতৃকালীন ভাতা, উপবৃত্তি, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, টিন বিতরণ, সেলাই মেশিন, ১০ টাকা কেজি চাউল, ভিজিডি, ভিজিএফ কার্ডের চাউল বিতরণ চালু করেছেন। তিনি আরো বলেন, আমি দুইবার নির্বাচীত হয়ে দাউদাকান্দি মেঘনায় হাজার কোটি টাকার উন্নয়ন মূলক কাজ করেছি। তাই আগামী নির্বাচনে আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় উন্নয়ন করার সুযোগ দিন। তিনি গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় দাউদাকান্দি উপজেলা পরিষদ মিলায়াতনে হেলথ ক্যাম্প ভাতার কার্ড ও ৩০০ জন মহিলাদের মধ্যে ৩ হাজার করে টাকা ও ৫০ জন মহিলাদের মধ্যে ৬ হাজার করে টাকা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মাহবুবব আলমের সভাপতিত্বে বক্তব্যে রাখেন ওসি আলমগীর হোসেন। কুমিল্লা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন নেছা, দাউদকান্দি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাকিয়া বেগম, প্যানেল মেয়র রকিব উদ্দিন প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেখ হাসিনা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ