মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এশিয়ার প্রথম দেশ হিসেবে এবার ওষুধ হিসেবে গাঁজা ব্যবহারের বৈধতা দিচ্ছে থাইল্যান্ড। এর মাধ্যমে দেশটি হাজার কোটি টাকার শিল্প গড়ে তুলতে সক্ষম হবে বলে মনে করছেন তারা। বুধবার এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে কানাডা, ইসরায়েল, অস্ট্রেলিয়াসহ মার্কিন যুক্তরাষ্ট্রের অর্ধেক অঞ্চলে গাঁজাকে চিকিৎসাক্ষেত্রে ব্যবহারে সম্মতি দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক গ্রান্ড ভিউ রিসার্চ বলছে, ২০২৫ সালের মধ্যে চিকিৎসা ক্ষেত্রে গাঁজা ব্যবহারের মাধ্যমে দেশটি আনুমানিক পাঁচ হাজার ৫৮০ কোটি মার্কিন ডলার আয় করতে সক্ষম হবে।
এ বিষয়ে একটি খসড়া বিল ইতোমধ্যে দেশটির সামরিক বাহিনীর জাতীয় আইনি অ্যাসেম্বলিতে (এনএলএ) পাঠানো হয়েছে। এনএলএ-এর জনস্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জেত সিরাথরান এ ব্যাপারে বলেন, ‘আমরা স্পিকারের কাছে বিলটি পাঠিয়েছি।’ তিনি আরও জানান, গাঁজা কেবল চিকিৎসাক্ষেত্রেই ব্যবহার করা যাবে। আনন্দ বিনোদন বা নেশার জন্য এটি ব্যবহার করা বৈধ করা হবে না। থাই জনগোষ্ঠীর জন্য এটি দারুণ সুযোগ বলে মনে করেন তিনি। কেননা, বিশ্বের সবচেয়ে ভালো গাঁজা পাওয়া যায় থাইল্যান্ডে। সূত্র: চ্যানেল নিউজ এশিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।