বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ট্রেনের দিগন্ত প্রসারিত হয়ে ছুটবে রেল এখন রাজশাহী-ঈশ্বরদী-পাবনা - গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া পর্যন্ত। এরপর যাওয়া যাবে একদিন রাজাধানীতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ টুঙ্গিপাড়া এক্সপ্রেসের উদ্বোধন করেছেন। যাত্রা শুরু হলো বিস্তৃত রেলপথে ট্রেনের ছুটে চলা। পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে পাবনার পাকশীর ডিআরএম এই তথ্য নিনিশ্চিত করেছেন। পশ্চিমাঞ্চলীয় নির্বাহী প্রকৌশলী এক অজানা তথ্য জানিয়েছেন। তিনি বলেন , আমারা ভুলেই গিয়েছিলাম সেই রেলপথটির কথা যেটি বৃটিশ শাসনামলে চালু ছিল। বৃটিশ শাসনা আমলে নির্মিত রাজাবাড়ির কালুখালি থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া রেল পথটি ১৯৯৭ সালের ১৫ আগস্ট বন্ধ হয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনায় পাবনা এক্সপ্রেস উদ্বোধন করেন । এই ট্রেনটি পাবনা-ঈশ্বরদী (বাইপাস স্টেশন) হয়ে রাজশাহী চলাচল করছে। এদিকে ,কাসিয়ানী- গোপালগঞ্জ টুঙ্গিপাড়া রেল পথ পুনরুদ্ধারের কাজ শুরু ২০১১ সালে। ২৫৮ কোটি টাকা ব্যয়ে প্রায় ৪৪ কিলোমিটার দীর্ঘ এই রেল পথের কাজ শুরু হয় ২০১৫ সালে। রেলপথের কাজটি শেষ হয়েছে চলতি বছর সেপ্টেম্বর মাসে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে বিস্তৃত হলো রেল পথ। এখন টুঙ্গিপাড়া এক্সপ্রেস চলবে রাজশাহী-ঈশ্বরদী-পাবনা - গোপালগঞ্জ। দিগন্ত বিস্তৃত হলো ট্রেনের ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।