Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরলে অজ্ঞাত নবজাতক শিশু কন্যার লাশ উদ্ধার

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৮, ১:২৪ পিএম

দিনাজপুরের বিরলে অজ্ঞাত পরিচয়ের এক নবজাতক শিশু কন্যার লাশ ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ধুকুরঝাড়ী ঢেরাপাটিয়া সড়কের একটি ব্রিজের নিচ থেকে ঐ শিশু কন্যার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, সকালে ব্রিজের নিচে কয়েকটি কুকুর একটি ব্যাগে রাখা কার্টুন নিয়ে টানা হেঁচড়া করার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি এগিয়ে যায়। এসময় তারা ব্যাগের ভিতর থাক কার্টুন খুলে দেখে লুঙ্গির কাপড়ে প্যাঁচানো নবজাতক এক শিশু কন্যার লাশ। কথাটি জানা জানি হলে মুহূর্তে শত শত উৎসুক জনতা ঘটনা স্থলে ভিড় জমায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়নি। নবজাতক এ শিশু কন্যাটির পরিচয় পাওয়া যায়নি। তবে শিশুটি একটি সরকারী ব্যবহৃত ঔষধের কার্টুনে ছিল। যেটাতে বাংলায় এবং ইংরেজিতে লেখা আছে ” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্পদ। ক্রয়-বিক্রয় আইনত: দণ্ডনীয়।” ১০০মিঃলিঃ মেট্রোনিডাজল’ আই.ভি ইনফিউশন। ধারণা করা হচ্ছে নিজেকে অপরাধ থেকে আড়াল করতে কেউ এই জঘন্যতম কাজটি করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নবজাতক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ