Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

এবার ময়লার স্তূপ থেকে জীবিত নবজাতক উদ্ধার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ১০:১৪ এএম

লালমনিরহাট জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার-সংলগ্ন কালীবাড়ি (পুরান বাজার) এলাকার এলএসডি গোডাউনের পাশে ময়লার স্তূপ (ডাস্টবিন) থেকে এক নবজাতককে (কন্যা) জীবিত উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিশুটি বর্তমানে সদর হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

নবজাতকটিকে উদ্ধার করা এসআই রফিকুল ইসলাম জানান, শহরের কেন্দ্রীয় শহীদ মিনার-সংলগ্ন কালীবাড়ি (পুরান বাজার) এলাকার এলএসডি গোডাউনের পাশে একটি ডাস্টবিনে জীবিত অবস্থায় শিশুটি পড়ে ছিল। আমরা নবজাতকটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের নবজাতক ওয়ার্ডে প্রেরণ করে।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নেওয়াজ মোরশেদ জানান, সকালের দিকে থানা পুলিশ নবজাতকটি নিয়ে এলে আমরা তাকে নিবিড় পরিচর্যার জন্য শিশু ওয়ার্ডে ভর্তি করি। বর্তমানে নবজাতকটি সুস্থ আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নবজাতক উদ্ধার

২৬ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ