Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে চায় ডেমোক্রেটরা

গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

এক সপ্তাহেরও কম সময় বাকি। এরপরই আগামী ৬ নভেম্বর যুক্তরাষ্ট্র কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য সবাই তাকিয়ে আছে যুক্তরাষ্ট্রের দিকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন ৪ বছর মেয়াদের জন্য। দু’বছর মেয়াদ পূর্ণ হলেই এমন নির্বাচন হয় বলে একে মধ্যবর্তী নির্বাচন বলা হয়। এতে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সবগুলো আসন ও উচ্চকক্ষ সিনেটের ৩৫ টি আসনে নির্বাচন হয়। বর্তমানে প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয়কক্ষের নিয়ন্ত্রণ রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকাদের হাতে। মধ্যবর্তী নির্বাচনে সেই নিয়ন্ত্রণ নিতে চায় ডেমোক্রেটরা। অতীত রেকর্ডও তাদের পক্ষে রয়েছে। যদি ডেমোক্রেটরা এ দুটি হাউসের অথবা কমপক্ষে একটির নিয়ন্ত্রণ নিতে পারে তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতার প্রভাব অনেকটাই কমে যাবে। কারণ তাকে যেকোন বড় সিদ্ধান্ত নিতে গেলে এ দুটি কক্ষের অনুমোদন প্রয়োজন হয়। প্রতিনিধি পরিষদে মোট আসন আছে ৪৩৫টি। এর সবটাতে হচ্ছে মধ্যবর্তী নির্বাচন। আর সিনেটের মোট আসন ১০০। নির্বাচন হচ্ছে ৩৫টিতে। এ ছাড়া ৩৬টি গভর্নরশিপ ও রাজ্যের আইন প্রণয়নকারী ৬ হাজারের বেশি আসনেও ভোট হবে। প্রতিনিধি পরিষদের পুরো আসনে নির্বাচন হয় প্রতিটি জোড় বছরে। দু’বছর মেয়াদ শেষে। বর্তমানে প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটদের আসন আছে ১৯৫টি। আর রিপাবলিকানদের আসন আছে ২৪০টি। এক্ষেত্রে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ আসন ২১৮ পেতে হলে ডেমোক্রেটদেরকে পেতে হবে আরো ২৩ আসন। তবে যুক্তরাষ্ট্রের বিশ্লেষকরা মনে করছেন, সিনেটের দখল নিয়ন্ত্রণের মতো শক্ত অবস্থানে আছেন রিপাবলিকানরা। বর্তমানে এই ১০০ আসনের সিনেটে সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ তারা। ১০০ আসনে তাদের রয়েছে ৫১টি আসন। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ