Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্রাট জাহাঙ্গীর ও নূরজাহানের প্রেমকাহিনী নিয়ে সিরিয়াল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

এবার প্রচার হতে যাচ্ছে বিদেশি সিরিয়াল সম্রাট জাহাঙ্গীর ও নূরজাহানের প্রেমকাহিনী। বাংলায় ডাবিং করা ঐতিহাসিক প্রেক্ষাপটের এই সিরিয়ালটি ৩ নভেম্বর থেকে প্রচার হবে নাগরিক টিভিতে। শনি থেকে বৃহ¯পতিবার রাত ৯টায় প্রচার হবে ধারাবাহিকটি। সিরিয়ালটির কাহিনী শুরু হয় ইরানী বংশোদ্ভ‚ত গিয়াস বেগের ভারতবর্ষ যাত্রার মধ্য দিয়ে। ভাগ্যানুসন্ধানে তিনি এই উপমহাদেশে আসেন। পথে কান্দাহার নামক এক স্থানে তার স্ত্রীর কোলজুড়ে আসে, এক কন্যা সন্তান। কিন্তু বিধি বাম। মাঝপথে হঠাৎ ডাকাত দলের কবলে পড়ে কোনোমতে প্রাণে বাঁচলেও, সবকিছু খোয়াতে হয় তাকে। নিজেদের অনিশ্চিত ভবিষ্যত ভেবে ঘুমন্ত স্ত্রীর কোল থেকে সদ্য জন্ম নেয়া শিশুটিকে রাতের নির্জনতায় অজানা এক জায়গাতে শুইয়ে রেখে আসেন শিশুটির বাবা। তার ভাবনায় ছিল কোনো সহৃদয় ব্যক্তি যদি শিশুটিকে পান, তবে হয়তো তাকে তুলে নিয়ে নিরাপদ আশ্রয় দেবেন। কিন্তু বাবা হয়ে তার মন কিছুতেই সায় না দিলে, কিছু দূর গিয়ে আবার ফিরে আসেন। যেখানে রেখে গিয়েছিলেন, সেখানে শিশুটিকে খুঁজে না পেয়ে যখন তিনি পাগলপ্রায়, তখন দেখা মেলে ভাগ্যানুসন্ধানে আসা আরেক দল পথিকের সঙ্গে; যারা শিশুটিকে পেয়ে নিজেদের কোলে তুলে নিয়েছিলেন। এই দলের সর্দারই শিশুটির নাম দেন মেহেরুন্নিসা। ঘটনাচক্রে পরবর্তীতে গিয়াস বেগ তার পরিবার নিয়ে আশ্রয় নেন দয়ালু সম্রাট জালালউদ্দিন আকবরের রাজ্যে। এরপর থেকেই কাহিনী বিস্তৃত হতে থাকে। শৈশবেই মেহেরুন্নিসার নাশাখানায় যাওয়ার বায়না, সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে পরিচয়, প্রেম এসবই উঠে আসে কাহিনীর পরতে পরতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রেম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ