Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্তোষজনক আয়ে ব্যর্থ ‘বাজার’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

গত শুক্রবার ‘কাশী- ইন সার্চ অফ গঙ্গা’, ‘বাজার’, ‘গাঁও- ভিলেজ নো মোর’, ‘মাই ক্লায়েন্ট’স ওয়াইফ’, ‘দাশেরা’, ‘চাল যা বাপু’, ‘দ্য জার্নি অফ কার্মা’, ‘মরুধর এক্সপ্রেস’ ফিল্মগুলো মুক্তি পেয়েছে। এর মধ্যে ‘বাজার’ ফিল্মটিই উল্লেখযোগ্য আয় করতে পেরেছে, তাও যে হিট হবার মত তেমন নয়, টিকে থাকার মত। বাকি ফিল্মগুলোর সপ্তাহান্তের আয় ১ কোটি রুপির কম বেশি। ড্রামা ফিল্ম ‘বাজার’ গৌরব কে চাওলার পরিচালনা করেছেন আর এতে অভিনয় করেছেন সাইফ আলি খান, রোহণ মেহরা, চিত্রাঙ্গদা সিং, রাধিকা আপ্তে এবং এলি অ্যাভরাম। শুক্রবার ফিল্মটি আয় করেছেন ২.৭৫ কোটি রুপি। বলা বাহুল্য এই আয় হিট হবার মত নয়, তবে এতোটাও কেউ আশা করেনি। সপ্তাহান্তে ফিল্মটি আয় করেছে ১২.০৫ কোটি রুপি। সাইফ অভিনীত সা¤প্রতিক চলচ্চিত্রগুলোর কাছাকাছি প্রশংসাও পায়নি ফিল্মটি। বাকি সাতটি ফিল্মের মধ্যে ‘কাশী- ইন সার্চ অফ গঙ্গা’ এবং ‘দাশেরা’ ফিল্ম দুটি প্রথম দিন অর্ধ কোটি রুপির কম করে আয় করেছে। সপ্তাহান্তে ফিল্ম দুটির আয় ১ কোটি রুপি ছাড়িয়েছে কোনও মতে। ‘বাধাই হো’ ফিল্মটির আয় ৭৬ কোটি রুপি ছাড়িয়েছে। ‘নমস্তে ইংল্যান্ড’ আয় করেছে ৮.২৫ কোটি রুপি।
ছবিঃ বাজার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ